সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরায় গাজার চাষ হয়। আজ শনিবার একটি গাজার বাগান ধ্বংস করেছে ত্রিপুরা পুলিশ।
জানাগেছে, ত্রিপুরা রাজ্যে গাঁজাবিরোধী অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ত্রিপুরার খোয়াই জেলার রথটিলা গ্রামে গাজা বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় জঙ্গলের ভেতর বেশ কয়েক হেক্টর গাঁজা বাগান ধ্বংস করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খোয়াই জেলা পুলিশ কর্মকর্তা কে চক্রবর্তী স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান জারি রয়েছে।
-বাংলানিউজ
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com