প্রথমবারের মতো ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য হলেন এক মুসলিম নারী৷ বিবিসি জানিয়েছে, পাকিস্তানি বংশোদ্ভূত এই মন্ত্রীর নাম নুস ঘানি৷ সম্প্রতি প্রধানমন্ত্রী থেরেসা মের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরে মন্ত্রিসভার রদবদলে ৪৫ বছরে নুসকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়।
অবশ্য ব্রিটিশ মন্ত্রিসভায় প্রথম মুসলিম নারী মন্ত্রী হয়েছিলেন ব্যারোনেস সাইয়িদা হোসাইন ওয়ারসি। রক্ষণশীল দলের হয়েই তিনি মন্ত্রী হয়েছিলেন। তবে তার কোনো দফতর ছিল না।
নুস ঘানির মা, বাবা ছিলেন কাশ্মীরের বাসিন্দা। সেখান থেকে তারা চলে যান ব্রিটেনের বার্মিংহামে। সেখানেই নুসের জন্ম।
২০১৫ সালে তিনি প্রথম রক্ষণশীল দলের মুসলিম নারী হিসেবে পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হন।
২০১৭ সালের জুনে আগাম পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে তিনি উর্দুতে রানি এলিজাবেথের কাছে শপথ গ্রহণ করে ইতিহাস গড়েন।
তিনি ওইসময় বলেছিলেন, ’আমার উদ্দীপনা অতি সাধারণ। আমার মা-বাবা এমপি হিসেবে আমার নির্বাচিত হওয়ায় অত্যন্ত গর্বিত হয়েছেন। আমার মা যে ভাষায় কথা বলেন এবং আমার মাতৃভাষা যে ভাষা, সে ভাষাকে সম্মান করতে চেয়েছি আমি।’
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com