ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারায় চার স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্থানীয় জনগণ অভিযুক্তদের আটক করে পুলিশের হাতে সোর্পদ করেছে
অপহরণের সময় অটোরিকশা থেকে লাফ দিয়ে লিমা আক্তার নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। লিমা সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বড়িশ্বল গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। সে বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
আটকরা হলেন- হিরণ মিয়া (২০), অটোরিকশা চালক শরীফ খান (২২) ও তামান্না আক্তার।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক বলেন, দুপুরে অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিলো ওই ছাত্রীরা। এসময় আখাউড়া-সুলতানপুর সড়কের ঘাটিয়ারা এলাকায় চলন্ত অটোরিকশা থেকে তাদের অপহরণের চেষ্টা করেন আটকরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com