ব্রেকিং

x

ব্রাহ্মণবড়িয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪০, সুস্থ্য হয়েছেন ৭ জন, মৃত্যু হয়েছে ৩ জনের

বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | ৪:৪৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবড়িয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪০, সুস্থ্য হয়েছেন ৭ জন,  মৃত্যু হয়েছে ৩ জনের

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত ৪০ জনের মধ্যে ৭ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আজ বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যলায়ের ডা: সানজিদা আক্তার এই তথ্য জানিয়েছেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি বলেও তিনি জানান।


জানাগেছে, আজ বুধবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে ৩৯, কেননা জেলার এক বাসিন্দা ঢাকায় মৃত্যুবরণ করায় সেটি স্থানীয় হিসাবে ধরা হয়নি। আক্রান্ত রোগীর মধ্যে সর্বোচ্ছ ১৫ জন আখাউড়া উপজেলায়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১ জন, বিজয়নগর ৮ জন, নবীনগর ২ জন, নাসিরনগর ৭ জন, বাঞ্চারামপুর ৫ জন, সরাইল ১ জন।


ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে ৪ জন আখাউড়ায় অন্য ৩ জন জেলার অন্যান্য উপজেলা্র বাসিন্দা। করোনা ভাইরাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।

জানা যায়, করোনা ভাইরাস শনাক্ত হওয়ার আগেই ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জনের মৃত্যু হয়। গত ১১ এপ্রিল নবীনগর ও ৭ এপ্রিল নাসিরনগর একজন করে দুইজন পুরুষ এবং ৯ এপ্রিল আখাউড়ায় এক মহিলা করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে। মৃত্যুর পর তাদের করোনা আক্রান্ত শনাক্ত হয়।

আরো জানা যায়, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া করোনা আইসোলেশনে ২৮ জন আক্রান্ত রোগী রয়েছে। করোনা সন্দেহে বিজয়নগর প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৭৬ জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৬ হাজার ২৭৫ জন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!