ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে শফিকুল ইসলাম (২৭) নামে এক সৌদি প্রবাসীকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় রেজাউল করিম রানা (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া এলাকার ঈদগাঁ মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক রানা শহরের দক্ষিণ মোড়াইল এলাকার মিজানুর রহমানের ছেলে।
এদিকে, রোববার (২১ জানুয়ারি) বিকেলে শফিকুলের ছোট ভাই জহিরুল ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার অপর আসামিরা হল- শান্ত, (২৩) পাভেল (২৫) ও অনিক পাল (২৬)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় শফিকুল শহরের কাউতলি থেকে হেঁটে ফুলবাড়িয়া যাচ্ছিলেন। এ সময় তিন যুবক ডিবি পরিচয় দিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা শফিকুলের মোবাইল থেকে তার পরিবারে কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অবশেষে দুই লাখ টাকায় রফা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের কাজীপাড়া ঈদগাঁ মাঠ এলাকা থেকে অপহরণকারী রেজাউল করিমকে আটক করে। এসময় তার সঙ্গে থাকা বাকী অপহরণকারীরা পালিয়ে যায়। রেজাউলের স্বীকারোক্তিতে অন্য তিন অপহরণকারীর নাম জানা যায়। তাদের গ্রেফতার করার জন্য পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, বাকী আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com