ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী রেজোওয়ানুর আহমেদকে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।
সহকারী রিটার্নিং অফিসার শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীক বিএম ফরহাদ হোসেন সংগ্রাম ৮২ হাজার ২৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীক নিয়ে রেজোওয়ানুর আহমেদ ৩৩ হাজার ৫৮৪ ভোট পেয়েছেন মাত্র।
এদিকে নাসিরনগর নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজোওয়ান আহমেদের সঙ্গে পুলিশ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তর্কাতর্কির বিষয়টি ভোটের দিনে ‘ভিন্ন মাত্রা’ যোগ করে। এছাড়া আশুতোষ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যমুনা টেলিভিশনের সাংবাদিক মাহবুবুর রিপনের উপর চড়াও হন যুবলীগের এক নেতা। কোথাও কোথাও জাল ভোট দেয়ার অভিযোগ উঠলে একাধিক শিশুকে আটক করে পরে ছেড়ে দেয়া হয়।
ভোটের দিনে উত্তাপ বলতে ওই দুই-একটি ঘটনা। রেজোওয়ান আহমেদ অবশ্য বেশ কয়েকটি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দিয়ে দখল করার অভিযোগ করেন সাংবাদিকদের কাছে। তিনি পুননির্বাচন দেয়ারও দাবি তুলেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহন আজ মঙ্গলবার ভোট শুরুর সময় থেকে বেলা দুইটা পর্যন্ত অন্তত ১৫টি কেন্দ্র ঘুরে দেখা যায়, সর্বত্রই ভোটার উপস্থিতি ছিল কম। ওই সময় পর্যন্ত কয়েকটি কেন্দ্রে সর্বোচ্চ ৪৫ ভাগের মতো ভোট পড়ে বলে ধারণা পাওয়া যায়। কেন্দ্রগুলো বেশিরভাগ সময়ই ছিল ফাঁকা। কিছু কেন্দ্রে নারী ভোটারদেরকে ছোট ছোট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। পুরুষ ভোটারদের তেমন কোনো লাইন চোখে পড়েনি। নির্বাচনকে ঘিরে আইন শৃংখলাবাহিনী ছিল বেশ তৎপর। ১৫টি কেন্দ্রের কোথাও ইসলামী ঐক্যজোট প্রার্থীর কোনো পোলিং এজেন্ট দেখা যায় নি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের মৃত্যুতে আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনে আজ হওয়া নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজওয়ান আহমেদ ও ইসলামী ঐক্যজোট প্রার্থী আবুল কাসেম মোহাম্মদ আশরাফুল হক প্রতিদ্বন্ধিতা করেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ১৪ হাজার নয়জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১০ হাজার ৪১০ জন ও নারী ভোটার এক লাখ তিন হাজার ৫৯৯ জন। ৭৪টি ভোট কেন্দ্রের তিনশ’ ৬৪টি বুথে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটারসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন কারণে মাত্র কয়েকমাসের জন্য সংসদ সদস্য করার বিষয়ে সাধারন ভোটারদের মাঝে খুব একটা আগ্রহ ছিল না। আভ্যন্তরীন কোন্দল থাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীরাও স্বতস্ফ‚র্তভাবে সেখানে কাজ না করায় ভোটারদেকে সেভাবে কেন্দ্রে আনতে পারেন নি। জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থাও খুব ভালো না থাকায় তারাও পিছিয়ে ছিলেন। তবে সবারই চোখ ছিল বিএনপি’র ভোটারদের দিকে। কিন্তু ভোটের দুইদিন আগে থেকে পুলিশের বিভিন্ন তৎপরতার কারণে বিএনপি সমর্থিত ভোটাররাও সেভাবে মাঠে নামেন নি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কুন্ডা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম এক ঘন্টায় ছয়টি বুথে ২৩৫টি ভোট পড়ে। ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩৭৭৫। সকাল সাড়ে ১০টায় তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাসুক মিয়া জানান, ৩৯৫৮ ভোটের মধ্যে ৮০০ ভোট পড়েছে। বেলা ১১টায় নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১ ভাগ ভোট পড়ে। বেলা সোয়া ১টা নাগাদ প্রয়াত মৎস্য মন্ত্রীর নিজ গ্রাম পূর্বভাগের এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৭৩৯ ভোটের মধ্যে ১৫৬৬ ভোট পড়ে। জাতীয় পার্টির প্রার্থীর বাড়ি সংলগ্ন ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দেড়টা নাগাদ মাত্র ৫০ ভাগের মতো ভোট পড়ে।
আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কথা বলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ভোটার উপস্থিতি একটু কম হলেও সর্বত্রই শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। হরিপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামানও ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়টি স্বীকার করে সকলের তৎপর থাকার বিষয়টি অবহিত করেন।
সহকারি রিটানিং অফিসার মো. শফিকুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী বিকেল নাগাদ লিখিতভাবে কোনো অভিযোগ করেন নি। কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার বিষয়ে সাংবাদিকদের কাছে তার করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com