আজ রোববার রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। সকাল ১০টায় সুহিলপুর ইউনিয়নের মিরহাটি গ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হযেছে।
আহতরা হলেন- মোশারফ (৩৫), উজ্জ্বল (২৫), মাহফুজ (২৮), আতিকুল (৩০), রমজান (২৯) ও নজরুল (৩২)।
পুলিশ জানান, শনিবার বিকেলে মিরহাটি এলাকার নোয়াবাড়ির গিয়াস মিয়া জমিতে সেচ দিতে যান। এসময় পাশের পাঠানপাড়ার খন্দকার বাড়ির রাসেলের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রোববার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com