ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মুমিনুল হক ও জেলা যুবদলের সদস্য শরীফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ৬টি ককটেলসহ সুমন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়।
এদিকে, রাতেই শহরের কলেজপাড়া এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে বিএনপির দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তবে ৬টি ককটেলসহ গ্রেফতার সুমনের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com