ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে নিপা আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিপা আমতলী এলাকার আব্দুল লতিফ মিয়ার মেয়ে ও স্থানীয় দাউপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
চান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান এএম শামীমুল হক চৌধুরী জানান, সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এ সময় নিপা বাড়ির পাশের একটি আমগাছের নিচে দাঁড়িয়ে ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তাৎক্ষণিকভাবে নিপা অচেতন হয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com