ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল টুয়েন্টিফোর ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানব জমিনের ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন।
আজ সোমবার সন্ধ্যায় জেলা নির্বাচন কমিশন ভোট গননা শেষে এই ফলাফল জানান। নির্বাচনে সভাপতি পদে রিয়াজ উদ্দিন জামি পেয়েছেন ২০ ভোট। তার প্রতিদ্বন্ধি প্রার্থী দীপক চৌধুরী বাপ্পি ১৫ ভোট ও মোঃ আরজু পেয়েছেন ২ ভোট। সাধারণ সম্পাদক পদে জাবেদ রহিম বিজন ২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি বাহারুল ইসলাম মোল্লা পেয়েছেন ১১ ভোট। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ রিয়াজ আহমেদ অপু, কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম শাহাজাদা, দপ্তর সম্পাদক পদে শাহজাহান সাজু, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মজিবুর রহমান খান, পাঠাগার ও ক্রিড়া সম্পাদক পদে এইচ এম সিরাজ, র্কাযকারী সদস্য পদে ফরহাদুল ইসলাম পারভেজ ও মনির হোসেন নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সোমবার দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com