ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপ-নির্বাচনে নাজিমের বিজয়

বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯ | ৯:২৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপ-নির্বাচনে নাজিমের বিজয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপ-নির্বাচনে আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান নাজিম নির্বাচিত হয়েছেন। জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম ভুইয়া আখাউড়ড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর সদস্য পদটি শূন্য ঘোষণা করা হয়। এই শূণ্য পদে আজ বৃহস্প্রতিবার পুনরায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।


আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আতাউর রহমান নাজিম হাতি প্রতীকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী ভূইয়া তালা প্রতীক ১৩টি ভোট পায় ।


নির্বাচনে আখাউড়া ও বিজয়নগর উপজেলার ৭১ জন জনপ্রতিনিধি তাদের মূল্যবান ভোট প্রয়োগ করেন।

নির্বাচিত এই যুবলীগ নেতা তাকে নির্বাচিত করায় দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিসহ সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকার উন্নয়নমূলক কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!