ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে আসা ফলাফলের তাঁদের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইউএনও দম্পতির অপরাজিতায় যুদ্ধ জয়ের গল্প
তিনি জানান, গতকাল শনিবার নাগাদ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১৭৮ জন। এর মধ্যে
রবিবার সকাল নাগাদ মারা গেছেন ২০ জন। সর্বশেষ শনিবার রাতে ৪৭৪টি রিপোর্ট আসে। এর মধ্যে ওই দুই কর্মকর্তাসহ ৫৮ জনের পজিটিভ। বর্তমানে তাঁরা দুইজনই হোম আইসোলেশনে আছেন। বাকি আক্রান্তদের আইসোলেশনে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com