ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়িদের নিকট বিক্রি করে দেয়া ভিজিডির ৮৯৭ কেজি চাল উদ্ধার হয়েছে। আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আড়াইসিধা বাজারের পাশে একটি গুরুর খামার ও সদয়র ইউনিয়নের আলমনগর একটি চাতালকল থেকে চালগুলো উদ্ধার করা হয়।
এসব চাল ভিজিডির কার্ডধারীরা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে বিক্রি করেছিলেন। এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন চাতালকল মালিক নাজমুল হক, আড়াইসিধা ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা শাহজাহান, শাহাবুদ্দিন, খামার মালিক আল আমিন ও ফারুক মিয়া।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আড়াইসিধা ইউনিয়ন পরিষদ থেকে ১৪১টি পরিবারের মাঝে চার হাজার ২৩০ কেজি চাল বিতরণ করা হয়। এসব চাল ভিজিডি কার্ডধারী দুস্থ, অসহায় ও গরিবদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে পরিষদ থেকে কিছু দূরে গিয়ে ৩১ জন কার্ডধারী চালগুলো বিক্রি করে দেন।
এসব চাল কিনে নেন শাহজাহান, শাহাবুদ্দিন ফারুক ও মোশারফ মিয়া। খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার গিয়ে আড়াইসিধা বাজারের পাশে আল আমিন মিয়ার গরুর খামার থেকে ৫৯৭ কেজি চাল উদ্ধার করেন। এ সময় চারজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আলমনগর এলাকায় গিয়ে নাজমুল হকের আর.এন অটো রাইস মিল থেকে ৩০০ কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় চাতালকল মালিক নাজমুল হককে আটক করা হয়।
ইউএনও মো. নাজিমুল হায়দার বলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা করেছেন। ভিজিডির কার্ড নিয়ে যারা চাল উত্তোলন করে বিক্রি করে দিচ্ছেন তাদের কার্ড বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com