করোনা আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়ায় আরো পাঁচজন সুস্থ হয়েছেন। আজ শনিবার জেলার বক্ষব্যধি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তাঁরা বাড়ি চলে গেছেন। তাঁদের মধ্যে জেলার নবীনগর উপজেলার তিনজন, নাসিরনগর ও সরাইলের মোট দুইজন রয়েছেন। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন ৩৫ জন।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্র মতে, এ নিয়ে জেলায় মোট ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত ৬০ জনের মধ্যে ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেন। পাঁচজন চলে যাওয়ার পর আইসোলেশনে আছেন আরো ১৮ জন। আজ শনিবার পাওয়ার রিপোর্টে কারো করোনা পজেটিভ আসেনি। জেলায় মোট দুইজন মারা যান।
সূত্র মতে, গতকাল শুক্রবার পর্যন্ত ২০৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ফলাফল এসেছে ১৫৯৪ জনের। ৬০ জন বাদে বাকিদের করোনা নেগেটিভ আসে। জেলায় বর্তমানে ৭৫১ জন হোমকোয়ারেন্টিন ও ৭৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com