ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫০ পরিবারকে ঈদ সামগ্রী দিলেন আব্দুল জলিল ফাউন্ডেশন

শুক্রবার, ২২ মে ২০২০ | ৪:১৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫০ পরিবারকে ঈদ সামগ্রী দিলেন আব্দুল জলিল ফাউন্ডেশন

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় আলহাজ্ব আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র.আ.ম উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি’র পিএস ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম।


বাসুদেব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আসাদ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এন আলম ভূইয়া মোবাশ্বির। তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ও আখাউড়া সড়কবাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবীর খোকা।


আরও পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে সর্বোচ্চ ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে

ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, পোলাও চাল, আটা, চিনি, দুধ ও কিছমিছ। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলহাজ্ব বরকত উল্লাহ তৌহিদ, সমাজ সেবক মোঃ হানিফ খলিফা, সাবেক মেম্বার মোঃ রুস্তম মিয়া, সমাজ সেবক আলহাজ্ব ফজলুর রহমান ভূ্ইয়া।

আরও পড়ুন: আখাউড়ায় নতুন করে আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী বলেন, আমরা এ ফাউন্ডেশনের অধীনে রমজানের প্রথম দিকে মানুষদের খাদ্য সহায়তা দিয়েছি। আমাদের এ সহায়তামূলক কাজ অব্যাহত থাকবে।

আরও পড়ুন :আখাউড়াসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল ব্যবসা কেন্দ্র ও শপিংমলসমুহ বন্ধ ঘোষণা

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!