ব্রাহ্মণবাড়িয়ায় ৪১৬ বোতল ফেনসিডিলসহ মো. সোহেল মিয়া নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। এসময় ফেনসিডিল বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্ব মেড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সোহেল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আব্দুল হেকিম মিয়ার ছেলে।
বুধবার বিকেলে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ এক সংবাদ বিজ্ঞতির মাধ্যমে এ জানান।
তিনি আরো জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com