গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষ থেকে দিনভর ত্রাণ বিতরণ করা হয়েছে। ‘পাশে আছি আমরা’ ব্যানারে আজ দ্বিতীয় পর্যায়ের সহায়তা কর্মসূচি পরিচালনা হয়।
মাউশির সাবেক মহাপরিচালক (গ্রড-১) এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুনের নির্দেশনায় জমায়েত এড়িয়ে ভোর হতে রাত পর্যন্ত কর্মহীন নিম্নআয়ের মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ বিতরণ করা হয়।
সারাদিন জেলার নয়নপুর, মৌড়াইল এলাকার ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, সাবান ও আলু বিতরণ করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com