ব্রাহ্মণবাড়িয়ার ১৫০০ কর্মহীন ও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন ‘ভূঁইয়া ফাউন্ডেশন’। জেলা বিএনপি’র তত্বাবধানে আজ বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়িয়ায় ‘খাদ্য সহায়তা প্রদান কাজের শুরু হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, সেমাই ও দুধসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এসব খাদ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২টা ওয়ার্ডের কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
ভূঁইয়া ফাউন্ডেশনেরর চেয়ারম্যান কবির আহম্মেদ ভূঁইয়া জানান, করোনা পরিস্থিতির শুরু থেকেই তিনি চেষ্টা করে যাচ্ছেন অসহায়দের পাশে দাঁড়ানোর। এর আগে তিনি জেলার আখাউড়া ও কসবাতে খাদ্য সহায়তা বিতরণে করে
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com