ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত

সোমবার, ২৪ আগস্ট ২০২০ | ১১:৩২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে আরফাজ মিয়া(৪৫) নামে সিএনজি চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহত আরফাজ কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। আজ সোমবার ভোরে নাসিরনগর-সরাইল সড়কের কুন্ডা সিএনবি পাড়ায় এই দূর্ঘটনাটি ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার ভোরে কাহেতুরা থেকে একটি সিএনজি সরাইল যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আরফাজ মিয়া নিহত হয়।


নাসিরনগর থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য ট্রাক্টর চালকসহ তিনজনকে আটক হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!