আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মো: হানিফ মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে নিহত শিশুর মা নাজমা বেগম (২৫), বাবা মোরশেদ আলম (৩০), মিলন মিয়া (২৮) ও রাশেদা বেগম নামে আরো ৪ জন। কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর রাধিকা এলাকার স্থানীয় একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর বাড়ি নবীনগর উপজেলার বিটঘর দরুইল গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নারায়াণ চন্দ্র দাস জানান সকালে হানিফ তার বাবা-মায়ের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আসছিল। সকাল ৯টায় পথিমধ্যে রাধিকা এলাকায় দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক শিশু হানিফকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com