ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় রবিবার সকালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক মো. জহিরুল ইসলাম মোল্লা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার কেনা গ্রামের বেনু মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত পিকভ্যানের আরো চারজন হলেন বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের মো. লোকমান (২৬), মো. নাসির (২৮), সাচ্চু মিয়া (৪০) ও মো. আল-আমিন (১৮)। তাদের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টার দিকে সিলেট অভিমুখী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকাআপ ভ্যানের পাঁচ আরোহী গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক পিকআপ ভ্যানচালক জহিরুলকে মৃত ঘোষণা করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com