ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকসাইর এলাকা ও বিজয়নগর উপজেলার বুধন্তীতে আজ রবিবার হওয়া পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি কে এম মনিরুজ্জামান চৌধুরী দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
দুপুরে মনকসাইর এলাকায় আনারসবাহী পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দিলে এর আরোহী সাকির আহমেদ (৪০) নিহত হন। সাকির আহমেদ মৌলভীবাজার জেলার জাফরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
এদিকে বুধন্তী এলাকায় ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সুভাষী দেবনাথ (৫৫) নামে এক নারী নিহত হন। তিনি বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com