ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় গ্যাস কর্মচারী নিহত

শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ | ৮:২৪ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় গ্যাস কর্মচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্প্রতিবার দিবাগত রাত ১০টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর রাধিকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল আখাউড়া রেলওয়ে কুমারপাড়া কলোনীর মৃত আব্দুল গণির ছেলে।


পুলিশ জানায়, বৃহস্প্রতিবার দিবাগত রাত অনুমান ১০টায় আখাউড়া ছেড়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের উদ্দেশ্যে একটি সিএনজি চালিত অটোরিক্সা যাচ্ছিল। এসময় সিএনজিটি সদর উপজেলার সুলতানপুর রাধিকা নামক স্থানে একটি দাড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা নজরুল ইসলাম ছিটকে মহাসড়কে পড়ে যায়। পরে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে নজরুলের মৃত্যু হয়।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, নিহত নজরুল বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্লান্ট অপারেটরের কাজ করেন। তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!