ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বুধবার, ২২ মে ২০১৯ | ৫:০৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় শরীফ মুহাম্মদ সাঈম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


শরীফ শহরের খৈয়াসার এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠনের আবৃত্তি শিল্পী ছিলেন।


ব্রাহ্মণবাড়িয়া তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক সাংবাদিক মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে সাঈম বাড়ি থেকে মোটরসাইকেলে করে সরাইলের বিশ্বরোড যাচ্ছিলেন। পথে সুহিলপুর এলাকা অতিক্রম করার সময় সামনে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!