ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)।
গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে কসবা উপজেলার নয়নপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। তারা হলেন- কসবা উপজেলার নয়নপুর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে রুহুল আমিন (২৯) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর এলাকার শিরু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৫)। আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানিয়েছে র্যাব।
এতে উল্লেখ করা হয়, গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মো. যোবায়ের ও সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি দল নয়নপুর বাজারের মিয়া ‘চাঁন প্লাজায়’ অভিযান চালায়। এ সময় রুহুল আমিন ও শহিদুল ইসলামকে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com