ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের সাকসেশন সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে আল মেহেদী হাসান ও ফকরুল ইসলাম নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মৃত রফিকুল ইসলামের স্ত্রী নার্গিস আক্তার তার মৃত স্বামীর ব্যাংকের টাকা উত্তোলনের জন্য সাকসেশন সার্টিফিকেটের জন্যে গেলে ফকরুল ইসলামের সহযোগিতায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের (১ম) স্বাক্ষর ও সিল জাল করে একটি মিথ্যা সাকসেশন সার্টিফিকেট তৈরি করে মেহেদী হাসান। পরে নার্গিস আক্তার ব্যাংকে গিয়ে জানতে পারেন ইস্যুকৃত সার্টিফিকেটটি জাল।
এ ব্যাপারে নার্গিস আক্তার গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com