ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মঙ্গলবার, ১৬ জুন ২০২০ | ১০:৫৮ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। আজ মঙ্গলবার সকালে খাদ্য গুদামে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট লোকমান হোসেন।


উদ্বোধনের সময় এ্যাডভোকেট লোকমান হোসেন বৈশ্বিক করোনা সংকটে কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করণ ও জাতীয় নিরাপদ খাদ্য মজুদ গড়ার নিমিত্তে কৃষিক্ষেত্রে প্রণোদনা প্রদানের জন্য কৃষিবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: আখাউড়ায় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীর দাম লাগামহীন,করোনার ভয়ঙ্কর আঘাতেও থামছে না অপকর্ম


তিনি আরোও বলেন এবছর সদর উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৪৪৬ মেট্রিক টন অদ্য পর্যন্ত ধান সংগ্রহীত হয়েছে ২৩২ মেট্রিক টন।

ধান সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর এনএসডির সংরক্ষক ও চলাচল কর্মকর্তা মোহাম্মদ আবু কাওসার, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউসার সজীব, সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মজলিশপুর ব্লক রুমা আক্তার।

আরও পড়ুন: আখাউড়ায় স্থলবন্দরে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি শুরু

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!