ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সকাল বাজারে মাছ বিক্রি করার বসার স্থানকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ অত্যন্ত ৩৫ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের ব্যাপারীপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের সাবেক ইউপি সদস্য রকেট মিয়া সমর্থক সাচ্ছু ও বর্তমান ইউপি সদস্য আলম মিয়ার সমর্থক কাদিরের সঙ্গে মাছ বাজারের বসার স্থান নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামন ফকির জানান, সংঘর্ষে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আট রাউন্ড টিয়ারশেল ও ৮৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ থামাতে গিয়ে ওসি, ওসি-তদন্তসহ পাঁচ পুলিশ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com