ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের মানববন্ধন

রবিবার, ১২ জুলাই ২০২০ | ৪:২৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের মানববন্ধন

অনার্স কোর্সের শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে আজ  রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ সংলগ্ন সড়কে বাংলাদেশ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করেন।


অনার্স-মাস্টার্স শিক্ষক ফেরামের জেলা সভাপতি মোহাম্মদ বকুল মিয়া হাজারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. আবদুল বাতেন, সুমী আক্তার, যুগ্ম-সম্পাদক শাহাদাত হোসেন, শিক্ষক কাউসার সরদার, উমর ফারুক রাসেল, মো.মনির হোসেন।


শিক্ষকরা জানান, দেশের সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে সকল বিধি-বিধান মেনে বেসরকারি কলেজে অনার্স কোর্সের জন্য শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েও কলেজ থেকে অতি অল্প বেতনে চাকরি করতে হচ্ছে  কিন্তু করোনার এই দু:সময়ে সকল কলেজ সময়মতো বেতনও দিতে পারছে না। আবার করোনার কারণে প্রাইভেট পড়ানোও বন্ধ রয়েছে। এ্ই অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যেন শিক্ষকদেরকে এমপিওভুক্ত করা হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!