ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দাদী কাফনের কাপড় নিয়ে ফেরার পথে যুবলীগ নেতা ও তার সহযোগিদের হামলায় আহত ব্যবসায়ী আবু নাছের (৩৫) মারা গেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ধানমণ্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। হত্যাকান্ডর শিকার নাছের বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের আবু শামার ছেলে।
নাছেরের ভাবি রোকেয়া বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ বাড়িতে নিয়ে আসা হচ্ছে। মাদকবিরোধী সভার আয়োজনকে কেন্দ্র করে ২৪ মে তিনি হামলার শিকার হয়েছিলেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ির হাত-পা ভেঙে দিলেন যুবলীগ নেতা
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৩ মে বিকেলে সেজামুড়া গ্রামের বাসিন্দা ও বিজয়নগর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু কাউসার ভূঁইয়া এবং তার সহযোগীদের বিরুদ্ধে গ্রামের মুরব্বি ও যুবকদের নিয়ে স্থানীয় একটি স্কুল মাঠে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। আবু নাছের ওই সভার আয়োজকদের একজন ছিলেন। সভা থেকে সেজামুড়া গ্রামের ওপর দিয়ে মাদকের পাচার করতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আবু নাছের সাংবাদিকদের জানান, ২৪ মে সকালে তার দাদী মারা যাওয়ায় কাফনের কাপড় কিনতে স্থানীয় আউলিয়া বাজারে যান তিনি। কাপড় কিনে বাড়ি ফেরার পথে স্থানীয় নজরপুর গ্রামের তিন রাস্তার মোড়ে আসা মাত্র কাউসারসহ ১২-১৪ জন তার পথরোধ করে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে দেন।
আরও পড়ুন: একজন মানবিক ইউএনও তাহমিনা আক্তার রেইনা
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, হামলার ঘটনায় নাছেরের পিতা আবু শামা মামলা দায়ের করেন। লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে যদি আঘাতজনিত কারণে মৃত্যুর কথা উল্লেখ করা হয়- তাহলে ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। অভিযুক্ত কাউসারসহ আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com