ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফ (২৫) ও সাইম (২০) নামের দুই যুবক নিহত হয়েছে। আজ শনিবার ঈদের দিন বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্যামুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। নিহত শরিফ নরসিংদী জেলার শিবপুরের গাসিরদিয়া এলাকার আব্দুর রউফের ছেলে ও সাইম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুরের ইব্রাহীম মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কে, এম মনিরুজ্জামান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্যামুড়া এলাকায় মাধবপুরগামী সাঈমের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ২ যুবক নিহত হয়। এ ঘটনায় আহত অপর ২ জন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com