ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ব্যবসায়ির হামলায় থানা পুলিশের এএসআই মো. মশিউর আহত হয়েছে। হাতে বেশ কয়েকটি সেলাই লাগা মশিউর নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তবে পুলিশ মো. রুবেল নামে ওই হামলাকারিকে এক সহযোগিসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
খোজ নিয়ে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে চিহ্নিত মাদক ব্যবসায়ি গোপালপুর গ্রামের এনু মিয়ার ছেলে রুবেলে বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশের অভিযান টের পেয়ে রুবেল আক্রমন করে। এক পর্যায়ে জানালার গ্লাস ভেঙ্গে পুলিশের উপর হামলা করে। তবে এ সময় রুবেল পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। সহযোগিরা উদ্ধার করে আহত পুলিশ কর্মকর্তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের হাত থেকে বাঁচতে রুবেল তার সহযোগিদের নিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com