ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় মাটিকাটা নিয়ে বিরোধে বৃদ্ধ খুন

বুধবার, ০১ জুলাই ২০২০ | ৮:৫৫ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাটিকাটা নিয়ে বিরোধে বৃদ্ধ খুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর এলাকায় মাটিকাটা সংক্রান্ত বিরোধের জের ধরে শিশু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে টেঁটা দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি এ হামলার শিকার হন।


পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, মাটি কাটা নিয়ে প্রতিবেশিদের সঙ্গে বিরোধের জের ধরে সন্ধ্যার দিকে আনন্দপুর এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী শিশু মিয়ার পুত্র ইকবালকে টেঁটা দিয়ে আঘাত করে। পরে শিশু মিয়াসহ অন্যরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা শিশু মিয়াকেও টেঁটা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে শিশু মিয়া প্রাণ হারান। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত আরও ৮১ জন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, মাটি কাটা নিয়ে বিরোধেই এ হত্যাকান্ড ঘটে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় প্রেম সংক্রান্ত ঘটনায় এক যুবককে হত্যা করা হয়েছে

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!