মধ্যবিত্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে ম্যাসেজের মাধ্যমে তাঁদের পরিচয় জানালেই পেয়ে যাবে খাবার। এমন উদ্যোগ চালু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। অনলাইলন ভিত্তিক শপিং ‘বিডি নিডস’ এর মধ্যে গত দুই দিনে অর্ধশত পরিবারে খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পরিস্থিতির শিকার মধ্যবিত্ত পরিবারের কেউ বিডি নিডসের প্যাইজে নিজেদের পরিচয়, লোকেশন ও মোবাইল নাম্বার ম্যাসেজ করলেই খাবার পৌঁছে দেয়া হচ্ছে। বিডি নিডসের পাঁচ সদস্যের দল লিটন দেবনাথ, মারিয়া আক্তার পান্না, আদিল রহমান জয়, মো. মোকাদ্দেস, বিজয় মল্লিক ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছে। অন্য উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই আশুগঞ্জ ও সরাইলে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিডি নিডসের পরিচালক সোহান মাহমুদ জানান, বৈশ্বিক মহামারীতে ব্যবসার কথা চিন্তা না করে মধ্যবিত্ত পরিবারগুলোর কথা চিন্তা করে আমরা এই উদ্যোগ নিয়েছি। মানুষ বাঁচলে ব্যবসা করা যাবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com