বেসরকারি ব্যবস্থাপনায় চলাচলকারি ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ার টিকিট কাউন্টারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে টিকিট বিক্রির সময় চারজন হাতেনাতে আটক হয়। এর মধ্যে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এর একজন সদস্য রয়েছেন।
বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রাপ্তরা হলো, টিকিট বিক্রেতা মো. সালাউদ্দিন (৩০), আরএনবি সদস্য বিপ্লব দাস (২৯), টিকিট কালোবাজারি আয়েশা খাতুন (৩৫) ও আরাফাত মিয়া (৩২)। এর মধ্যে সালাউদ্দিন ও বিপ্লবকে ছয়মাস করে এবং আয়েশা খাতুন ও আরাফাত মিয়াকে চারমাস করে কারাদন্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ। অভিযান শেষে সাংবাদিকদেরকে তিনি জানান, শনিবার দুপুরে রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারজনকে হাতেনাতে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com