ব্রাহ্মণবাড়িয়ায় মানবদেহের জন্য ক্ষতিকারক ক্যামিকেল মিশিয়ে সফট ড্রিংকস পাউডার তৈরির অভিযোগে আজ বুধবার দুপুরে এক ব্যবসায়িকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি সিলগালা ও জরিমানা অনাদায়ের তিন মাসের জেলের আদেশ দিয়েছেন সদর উপজেলার নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়ার আদালত।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার নাটাই গ্রামে ভেজাল মালটা সফট ড্রিংকস পাউডার তৈরির খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ওই কারখানায় গিয়ে এর বিএসটিআই অনুমোদন নেই দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। নোংরা পরিবেশে এখানে সফট ড্রিংকট পাউডার তৈরি করা হচ্ছিল। এ সময় ওই কারখানা থেকে ভেজাল ড্রিংকস পাউডারের পাশাপাশি সয়াবিল তেল, চাপাতাও উদ্ধার করা হয়। পরে কারখানার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা আনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য, সন্দ্বীপ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com