ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতে মহিলা মেম্বারের ৬ মাসের কারাদন্ড

বুধবার, ০৪ জুলাই ২০১৮ | ১১:৪১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতে মহিলা মেম্বারের ৬ মাসের কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকারি গাছ কাটার দায়ে জাহানারা বেগম নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


আজ  বুধবার সন্ধ্যায় উপজেলার সহকারী কমিশানর (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান তাকে এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত জাহানারা উপজেলা ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি ইব্রাহিমপুর গ্রামের সুজন মিয়ার স্ত্রী।


নবীনগর উপজেলার সহকারী কমিশানর (ভূমি) জেপি দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহানার বিরুদ্ধে ইব্রাহিমপুর গ্রামের সড়কের পাশে নবীনগর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন একটি কড়ই গাছ কাটার অভিযোগ ওঠে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর তিনি গাছ কাটার বিষয়টি স্বীকার করলে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!