ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের নৈশপ্রহরি করোনায় আক্রান্ত, ১৩ জন হোম কোয়ারেন্টাইনে

শুক্রবার, ১৫ মে ২০২০ | ৩:১৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের নৈশপ্রহরি করোনায় আক্রান্ত, ১৩ জন হোম কোয়ারেন্টাইনে

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাঙ্কে নৈশপ্রহরি করোনায় আক্রান্ত হয়েছেন। পৌর এলাকার পূর্ব পাইকপাড়ায় অবস্থিত বাংলাদেশ ডেভলেপমেন্ট ব্যাংকের ওই কর্মচারির বাড়ি কুমিল্লার মুরাদনগরে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আসা রিপোর্টে ওই ব্যক্তির করোনা পজেটিভ পাওয়া যায়।


ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, ওই ব্যাঙ্কের ১৩ জনের নমুনা শনিবার নেয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যবিধি মানতে ওই ব্যাঙ্কে সংশ্লিষ্টদেরকে বলে দেয়া হয়েছে। বর্তমানে কর্মরত ১৩ জন যেন হোমকোয়ারেন্টিনে থাকেন সেটিও বলা হয়েছে। বিকল্পভাবে যদি কর্তৃপক্ষ ব্যাঙ্ক চালান সেটি তাঁদের ব্যাপার। আমরা শুধু স্বাস্থ্যবিধি নিশ্চিত করবো।


এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার যে ১২১ জনের ফলাফল আসে এর মধ্যে একজনের পজিটিভ আসে। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ২৫৯২ জনের করোনার নমুনা নেয়া হয়। এর মধ্যে ২১৬৫ জনের ফলাফল আসে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩। জেলা সদরে আক্রান্ত বেড়ে গিয়ে দাঁড়িয়েছে সাত জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ জন। এর বক্ষব্যধি হাসপাতালে ১৫ জন, ঢাকায় চারজন ও কুমিল্লায় একজন। সর্বশেষ আক্রান্ত নৈশপ্রহরীকে কুমিল্লায় আইসোলেশনে আছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!