ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার থেকে করোনা পরীক্ষা, আড়াই ঘণ্টায় ফল

বুধবার, ১০ জুন ২০২০ | ১০:১২ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার থেকে করোনা পরীক্ষা, আড়াই ঘণ্টায় ফল

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারিভাবে পিসিআর ল্যাব স্থাপনের কাজ শেষ পর্যায়ে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল বৃহস্পতিবার থেকেই ওই ল্যাবে পরীক্ষার কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপন করা ওই ল্যাবটিই হবে জেলার প্রথম পিসিআর ল্যাব।


আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকার নির্ধারিত ফি সাড়ে তিন হাজার টাকায় করোনাভাইরাস পরীক্ষা করা যাবে। নমুনা দেওয়ার দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যেই ফলাফল দেওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপর্সগ নিয়ে স্বাস্থ্যকর্মীসহ ২ জনের মৃত্যু

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ জেলার সবকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নমুনা সংগ্রহ করা হলেও পিসিআর ল্যাব না থাকায় সংগৃহীত নমুনা ঢাকায় পাঠানো হয়। নমুনা পাঠানোর তিন থেকে পাঁচ দিন পর ফলাফল আসে সিভিল সার্জন কার্যালয়ে। তবে মাত্র পাঁচ টাকায় সরকার নির্ধারিত ফরম নিয়ে নমুনা পরীক্ষা করানো যাচ্ছে।

আরও পড়ুন: আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ৭ ব্যবসায়ির জরিমানা

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!