ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা?

শনিবার, ০২ মে ২০২০ | ৪:৫৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা?

আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে  এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।  দুপুর দেড়টায় স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তার লাশ উদ্ধার করা হয়।তবে এখন পর্যন্ত ওই বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ শ্যামল কান্তি দাস বলেন, লকডাউনের কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশন অনেকটাই ফাঁকা। আজ দুপুরে প্ল্যাটফর্মে এই বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখে আমরা উদ্ধার করি। তার বয়স আনুমানিক ৬০ বছর। মাফলার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি পাওয়া যায়। লাশের পাশে দুটি ব্যাগ পড়েছিল। একটি ব্যাগে জ্যাকেট ও কম্বল এবং আরেকটিতে কাপড় ছিল। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


তবে এই ব্যক্তির গলায় মাফলার দিয়ে ফাঁস লাগানো থাকলেও পা দুটি মাটিতেই ছিল। এজন্য এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে পুলিশের দাবি এটি আত্মহত্যা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!