ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

বৃহস্পতিবার, ০৭ মে ২০২০ | ৯:২৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিম পাড়ায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (২৫) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত রাজ্জাক উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক ছিলেন।


নিহতের খালাতো ভাই আব্দুল মজিদ জানান,সকাল থেকে বিকাল পর্যন্ত বাড়িতে থাকা ধান শুকিয়ে গোসল করতে প্রস্তুতি নিচ্ছিলেন রাজ্জাক। পরে বাড়ির পাশে একটি গাছের সাথে জড়ানো তারে কাপড় রাখতে যায় সে। গাছের তারটি ঘরের বিদ্যুতের তারের সাথে লাগানো ছিল। তখন অসাবধানতানশত তার হাত বিদ্যুতের তারের সাথে লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


এ বিষয়ে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে বিদ্যুৎতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!