ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুদ্দিন (৩২) নামে বিদ্যুৎ বিতরণ বিভাগের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরেরর কাউতলী এলাকায় বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন সদর উপজেলার সাদেকপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
নিহতের সহকর্মী মনিরুল ইসলাম জানান, ‘আমরা কয়েকজন কাউতলী এলাকার স্টেডিয়ামের পাশে বিদ্যুতের একটি খুঁটিতে শর্টসার্কিট জনিত সমস্যা সমাধান করতে যাই। এসময় মাইনুদ্দিন খুঁটির ওপরে ওঠে কাজ করার সময় আকষ্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।’
পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com