ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে সরকারী চাল উদ্ধার, মহিলা মেম্বারের এক বছর কারাদন্ড

বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ | ১২:০১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে সরকারী চাল উদ্ধার, মহিলা মেম্বারের এক বছর কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সংরক্ষিত ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) নিলুফা আক্তারের এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাড়ি থেকে ১৮ বস্তা সরকারি চাল জব্দের ঘটনায় গতকাল বুধবার বিকেলে তাকে এই সাজা প্রদান করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


খোঁজ নিয়ে জানা গেছে, চর ইসলামপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নিলুফা আক্তারের বাড়ি থেকে বুধবার বিকেলে ১৮ বস্তা সরকারি চাল জব্দ করে প্রশাসন। ওই চাল সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থ হন নিলুফা আক্তার। পরে সরকারি চাল গোপনে মজুদ রাখার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই ইউপি সদস্যকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!