ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে শাহিন মিয়া (৪০) নামে একজন নিহত ও চার জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সরাইল শাহবাজপুর জিলানী পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন মিয়া (৪০) প্রাইভেটকার চালক বলে জানাগেলে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, দুপুরে সিলেট ক্যান্টমেন্ট থেকে আসা সেনাসদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের সামনে সিলেট অভিমুখী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই প্রাইভটকার চালক মারা যান এবং নারী ও শিশুসহ প্রাইভেটকারের আরও চার যাত্রী গুরুতর আহত হন।”
তবে সেনাবাহিনীর কেউ হতাহত হয়নি বলে জানান ওসি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com