ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ১, আহত ৩

শুক্রবার, ১০ আগস্ট ২০১৮ | ১১:৪১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ১, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মানিক মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মানিক জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের হাদিস মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শহরের কালীবাড়ি মোড় থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া যাচ্ছিল। পথিমধ্যে পুনিয়াউট বাইপাস এলাকায় উল্টো পথে বেপরোয়া গতিতে আসা দিগন্ত পরিবহনের একটি বাস ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মানিক মারা যান। এ ঘটনায় আহত অটোরিকশার তিন যাত্রীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটিকে আটক করে ভাঙচুর এবং মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল কবির জানান, পুনিয়াউট বাইপাস এলাকায় ট্রাফিক পুলিশ নিযুক্ত এবং স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নিয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!