ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেম সংক্রান্ত ঘটনায় এক যুবককে হত্যা করা হয়েছে

মঙ্গলবার, ৩০ জুন ২০২০ | ১০:৪৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেম সংক্রান্ত ঘটনায় এক যুবককে হত্যা করা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে শুভ (১৮) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০) জুন সন্ধ্যায় জেলা শহরের বণিকপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত শুভ কান্দিপাড়া এলাকার বাসিন্দা মুকবুল মিয়া ছেলে।


আরও পড়ুন: আখাউড়ায় করোনায় মৃত ব্যবসায়ির দাফন সম্পন্ন, ছাত্রলীগের শোক প্রকাশ


এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহজাহান জানান, আজ মঙ্গলবার  বণিকপাড়া এলাকার সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ে সামনে প্রান্ত ও তুষার নামের দুই যুবক শুভকে হত্যা করে। প্রাথমিক অবস্থায় প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে হত্যার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। তদন্তের পর সঠিক বিষয়টি জানা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!