ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ২ মহিলাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা সদর ও বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, আজ দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরের আফতাবনগর এলাকার তিতাস নদীতে অজ্ঞাত এক মহিলার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এই মহিলার পড়নে সেলোয়ার কামিজ ও ওড়না ছিল। তার বয়স আনমানিক ২৫ বছর। তার পরিচয় সনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১০৫ জনকে জরিমানা
এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউপির বুধল গ্রাম থেকে আব্দুর রহমানের স্ত্রী রায়হানা বেগম (৪৫) এর লাশ উদ্ধার করে পুলিশ। আজ সকালে তার স্বামীর ঘর থেকে গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন জানান, ২ জনের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com