ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড়াইল ও জয়ধরকান্দি গ্রামে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার (০৬ জুন) সকালে ও দুপুরে এ দু’টি সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জমি নিয়ে উপজেলার চুন্টা ইউনিয়নের বড়াইল গ্রামের বাসিন্দা ও বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু কালাম এবং প্রতিবেশী হাবিবুর রহমানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইফতার মাহফিল উপলক্ষে হাবিবুরদের বাড়িতে প্যান্ডেল তৈরি করা হচ্ছিল। দুপুরে আবু কালামের লোকজন নিয়ে গিয়ে ওই প্যান্ডেল ভাঙচুর করেন এবং প্রতিপক্ষের লোকজনকে মারধর শুরু করে। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আব্দুল মন্নাফ, নজরুল হক (৫০), সোবহান মিয়া (৩৫), নুরুল ইসলাম (৭০), হাবিবুর রহমান (৫৫) ও জিয়াউর রহমান (৪০) আহত হন। তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে সকালে উপজেলার জয়ধরকান্দি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে রুক্কু মিয়া ও মুর্তুজ আলীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে পাঁচ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে পাঁচ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। এছাড়া ফের সংঘর্ষ এড়াতে উভয়পক্ষের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
বাংলানিউজ
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com