ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু

রবিবার, ২৫ আগস্ট ২০১৯ | ১০:৪৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু
akhauranews.com-brahmanbaria

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতি মামলায় গ্রেফতার হওয়ার তিন ঘণ্টা পর পুলিশের হেফাজতে থাকা বাবুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার বিকাল সাড়ে ৫টায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি।


নিহত বাবুল মিয়া নাসিরনগর উপজেলার কুইয়ারপুর গ্রামের চন্দ্রপাড়ার লাল খানের ছেলে।


নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাবুল মিয়া জেলার বিজয়নগর থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। দুপুর আড়াইটায় নিজ এলাকা থেকে বাবুলকে পুলিশ গ্রেফতার করে। পরে তিনি অসুস্থ বোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ঘণ্টা দেড়েক চিকিৎসাধীন থাকার পর বিকাল সাড়ে ৫টায় তিনি মারা যান।

তিনি আরও জানান, যেহেতু পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মারা গেছে সেহেতু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আলী আজগর সন্ধ্যায় নিহতের পরিবারের সদস্যদের সামনে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!