পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক- এর নবনির্মিত বিপণি বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার পুরাতন জেল রোডস্থ পুলিশ ভবনের সম্মুখে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক ব্রাহ্মণবাড়িয়ার সভানেত্রী উম্মে সালমা মুন্নী। সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম পিপিএম।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল চিত্ত রঞ্জন পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল মনিরুজ্জামান ফকির,সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর মোঃ আবু সাঈদ সহ পুনাকের সদস্য এবং পুলিশ কর্মকর্তাবৃন্দ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com